নারায়ণগঞ্জের রূপগঞ্জে আসন্ন মুড়াপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার মাঝি হয়ে মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচনে লড়াই করে চান রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ফরিদ ভূঁইয়া মাসুম ।

রোববার (৭ ই মার্চ দুপুরে ) মুড়াপাড়া বাজার এলাকায় দলীয় নেতা কর্মীদের সাথে নিয়ে জনসংযোগের মাধ্যমে নির্বাচনীয় প্রচার প্রচরাণা শুরু করেন রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ফরিদ ভূঁইয়া মাসুম। তাঁর নির্বাচনীয় জনসংযোগে এলাকার শত শত মা বোন অংশ নেয়। এসময় তরুণদের মাঝে ব্যাপক নির্বাচনী উদ্দীপনা লক্ষ্য করা যায়।তরুনরা শেখ ফরিদ ভূঁইয়া মাসুমের নির্বাচনী প্রচারণায় ভোট প্রার্থনার বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। এ সময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ ফরিদ ভূঁইয়া মাসুম জানায়, মুড়াপাড়া ইউনিয়ন বাসীর খেদমত করার জন্য আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার মাঝি হয়ে চেয়ারম্যান পদে প্রার্থী হয়ে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছি। এজন্য এলাকা বাসীর কাছ থেকে দোয়া ও সমর্থন প্রার্থনা করি।
সব ঠিক থাকলে ইউপি নির্বাচনে আওয়ামীলীগের সমর্থন নিয়ে মুড়াপাড়া ইউনিয়নের সার্বিক উন্নয়নের দায়িত্ব নিবো ইনশাআল্লাহ