পটুয়াখালীর কলাপাড়া উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র অফিসে হামলা চালিয়ে ভাংচুর করেছে দুর্বৃত্তরা। শনিবার (২৭ আগস্ট) সন্ধ্যায় এ হামলার ঘটনা ঘটে।
তবে এই হামলায় আওয়ামীলীগের ছাত্র সংগঠন ছাত্রলীগকে সন্দেহ করছে বিএনপি। কলাপাড়া পৌর বিএনপির সভাপতি গাজী মোহাম্মদ ফারুক বলেন, রোববার আমাদের একটি দলীয় প্রোগ্রাম রয়েছে। সে উপলক্ষে শনিবার সন্ধ্যায় পার্টি অফিসে নেতাকর্মীরা আলোচনা শেষ করে অনেকে নামাজে বের হয়েছিল। তবে আমি ও উপজেলা বিএনপির সভাপতি দলীয় অফিসে অবস্থান করেছিলাম। হঠাৎ ৩০-৪০ জনের একটি দল এসে অফিসে ঢুকে চেয়ার, টেবিল ও ফ্যান ভাংচুর করে।
তিনি আরও বলেন, হামলাকারীরা ছাত্রলীগের স্লোগান দিয়েছে তাই অনুমান করছি তারা ছাত্রলীগের নেতাকর্মী।
তবে হামলায় ছাত্রলীগের সম্পৃক্ততা নেই বরং বিএনপি নিজেরাই ভাঙচুর করে ছাত্রলীগের ওপর দায় চাপাচ্ছে বলে দাবি করেছেন, কলাপাড়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিক তালুকদার।
এ বিষয়ে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম বলেন, ‘বিএনপি অফিসের হামলা হয়েছে বলে আমরা শুনেছি। কিন্তু এখনো আমাদের কাছে তারা অভিযোগও দেয়নি। অভিযোগ পেলে পদক্ষেপ নেওয়া হবে।’
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।