বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ‘আওয়ামী লীগের নৌকা এমনিতেই ফুটো হয়ে গেছে। কাঠের তালি দিয়েও এ নৌকা চালাতে পারবেন না। অল্প পানিতে আপনারা হাবুডুবু খাচ্ছেন। আর এ অল্প পানিতে আওয়ামী লীগের পতন হয়ে যাবে।’

বৃহস্পতিবার (১০ মার্চ) দুপুরে গাজীপুরের কালীগঞ্জ উপজেলার তুমলিয়া ইউনিয়নের বর্তুল গ্রামে পৌর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে তিনি এসব কথা বলেন।

দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি সমালোচনা করে রিজভী বলেন, ‘আজ জনগণ বুঝতে পারছে। দেশে তাদের দম বন্ধ হয়ে যাওয়ার পরিবেশ সৃষ্টি হয়েছে। এখান থেকে মুক্তভাবে শ্বাস নিতে হলে অবৈধ সরকারকে ক্ষমতা থেকে সরাতে হবে।’

বিএনপি নেতা হুমায়ুন কবীর মাস্টারর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, কাজী সাইয়্যেদুল আলম বাবুল, কালিয়াকৈর পৌরসভার মেয়র মজিবুর রহমান প্রমুখ।