নারায়ণগঞ্জের রূপগঞ্জে করোনাভাইরাসের দ্বিতীয় ধাপ প্রতিরোধের লক্ষ্যে কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামীলীগ ও চনপাড়া শেখ রাসেল নগর আওয়ামীলীগের উদ্যোগে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়েছে । রবিবার ( ১১ এপ্রিল) বিকালে উপজেলার নগরপাড়া এলাকায় রূপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীকের নির্দেশনায় ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক গাজী গোলাম মর্তুজা পাপ্পার অনুপ্রেরণায় চালক, পথচারী ও সাধারণ মানুষের মাঝে ১ হাজার মাস্ক বিতরণ করেন কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামীলীগ ও চনপাড়া চনপাড়া শেখ রাসেল নগর আওয়ামীলীগ।
এসময় উপস্থিত ছিলেন কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব জায়েদ আলী, কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও চনপাড়া শেখ রাসেলনগর ( প্রস্তাবিত) ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: বজলুর রহমান, আওয়ামী লীগ নেতা শ্রী রবী রায়, কামাল আহমেদ রঞ্জু , কায়েতপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আশিক ইকবাল, সাধারণ সম্পাদক মোস্তফা আল হোসাইন রাসেল,কায়েতপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আলমগীর হোসাইন ,সাধারণ সম্পাদক নাজমুল খন্দকার, কায়েতপাড়া ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি ও ইউপি সদস্য মোঃ ফারুক ভুঁইয়া, চনপাড়া শেখ রাসেলনগর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ জসিম গাজী, সাধারণ সম্পাদক মোঃ আবুবকর সিদ্দিক , আওয়ামিলীগ নেতা ফারুক ভূঁইয়া , চনপাড়া শেখ রাসেলনগর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সর্নালী আক্তার , ৫ নং ওয়ার্ড ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ইস্তিহাক আহমেদ রিজভী ।
কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান বজলুর রহমান বলেন, করোনা থেকে রক্ষা পেলে হলে সবাইকে অবশ্যই মাস্ক পরতে হবে। সরকারের দেওয়া সকল নির্দেশনা মেনে চলতে হবে। সবাইকে জনসমাগম থেকে বিরত থাকতে হবে
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।