মোঃ জসিম উদ্দিন, খানসামা (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের খানসামা উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থীদের ভরাডুবি হয়েছে। উপজেলার ছয়টি ইউনিয়নের মধ্যে মাত্র একটিতে নৌকার প্রার্থী জয়লাভ করেছে। গতকাল রোববার (২৬ ডিসেম্বর) দিনভর ভোটগ্রহণ শেষে রাতে প্রকাশিত ফলাফলে এ তথ্য জানা গেছে।

বেসরকারিভাবে নির্বাচিত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা হলেন, ১নং আলোকঝাড়ি ইউনিয়নের সতন্ত্র প্রার্থী মোঃ খলিলুর রহমান (আনারস) প্রতিক,২ নং ভেড়ভেড়ি ইউনিয়নে সতন্ত্র প্রার্থী মোঃ রিয়াজুল ইসলাম বাবুল (টেলিফোন) প্রতিক, ৩ নং আঙ্গারপাড়া ইউনিয়নের নৌকা প্রতিকের প্রার্থী মোস্তফা আহমেদ শাহ, ৪নং খামার পাড়া ইউনিয়নের সতন্ত্র প্রার্থী আবু বক্কর সিদ্দিক (মোটরসাইকেল) প্রতিক,

৫ নং নং ভাবকি ইউনিয়নের বিএনপির সমর্থিত সতন্ত্র প্রার্থী রবিউল ইসলাম তুহিন (আনারস) প্রতিক ও ৬ নং গোয়ালডিহি ইউনিয়নে বিএনপির সমর্থিত সতন্ত্র প্রার্থী সাখাওয়াত হোসেন লিটন চশমা প্রতিক বিপুল সংখ্যক ভোটে এগিয়ে বেসরকারি ভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

রোববার (২৬ ডিসেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে এসব ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সরেজমিনে দেখা যায়,ভোটাররা উৎসবের আমেজে দীর্ঘ লাইন ধরে ভোট দেন। উপজেলার কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি এবং পুরো উপজেলায় একটি অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ নিবাচন অনুষ্ঠিত হয়েছে।