চট্টগ্রামে জাপা নেতা তপন চক্রবর্ত্তী’র বিরুদ্ধে ভুয়া মামলার অভিযোগ।
সুমনসেন চট্টগ্রাম জেলা প্রতিনিধি-
চট্টগ্রাম জাতীয় পার্টির সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, চট্টগ্রাম মহানগর জাপার সাবেক দুই বারের সাধারণ সম্পাদক দানবীর, বীর মুক্তিযোদ্ধা শ্রী তপন চক্রবর্ত্তী’র বিরুদ্ধে ভুয়া নারী নির্যাতনের মামলা সাজিয়ে হয়রানির অভিযোগ করেছে। প্রশাসনকে মিথ্যা অভিযোগ, ব্যবসা প্রতিষ্ঠানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক লাইসেন্স বাতিলে প্রশাসন ব্যবহার করে বিবিধ ষড়যন্ত্রের প্রচেষ্টা ব্যর্থ হয়ে সোলায়মান শেঠ গত ৫ নভেম্বর রহস্যজনকভাবে ঢাকা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ (আদালত) থেকে একটি কাল্পনিক, অস্তিত্বহীন ভূয়া গ্রেফতারী পরোয়ানা নারী ধর্ষণ মামলার ধারা লিপিবদ্ধ করে উক্ত আদালতের মাননীয় বিচারকের জাল স্বাক্ষর, সীলমোহর দিয়ে একটি ওয়ারেন্ট চট্টগ্রাম কোতোয়ালী থানায় প্রেরণ করেন। গ্রেফতারী পরোয়ানার সংবাদ স্থানীয় বিভিন্ন গণমাধ্যম কর্মীদের ফোন করে জনৈক সোলায়মান প্রচার করতে থাকে। এমতাবস্থায় জাপা নেতা তপন চক্রবর্ত্তী ঢাকা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ আদালতে হাজির হয়ে কথিত মামলা নং- ০৯/৪০-২০২০ কাঠগড়ায় উপস্থিত হলে পরীক্ষা করে দেখা যায় উক্ত মামলার কোথাও তপন চক্রবর্ত্তী’র নাম নেই এবং কথিত মামলাটি একটি যৌতুকের মামলা। উক্ত আদালত কোনো গ্রেফতারী পরোয়ানা ইস্যু করেনি। এই রহস্যজনক ঘটনা মাননীয় আদালতের নজরে আসলে বিজ্ঞ আদালত হতবাক হয়ে যান। পর্যালোচনা শেষে মাননীয় আদালত অর্ডার সিটের মাধ্যমে বলা হয় তপন চক্রবর্ত্তী নামে আদালত কোনো পরোয়ানা প্রেরণ করেনি, এটি একটি ভয়ংকর জালিয়াতি করে আদালতের সীলমোহর, সাক্ষর করা ভূয়া পরোয়ানা। শুধু তাই নয় সোলায়মান শেঠ তপন চক্রবর্ত্তী’র বিরুদ্ধে নামে বেনামে প্রশাসনের বিভিন্ন দপ্তরে অভিযোগ দায়ের করে হয়রানী করছেন একের পর এক। সেই সাথে প্রশাসনের মূল্যবান সময় নষ্ট ও হয়রানি করছেন। প্রশাসনকে আমরা এই ঘৃণ্য কর্মকাণ্ডের সঠিক তদন্তের মাধ্যমে সোলায়মান শেঠকে আইনের আওতায় এনে কঠোর শাস্তি দাবি করছি। অন্যথায় চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ থেকে পরবর্তী কর্মসূচী ঘোষণা করতে বাধ্য হবে বলে লিখিত বক্তব্যে হুঁশিয়ারী উচ্চারণ করা হয়। শনিবার সকাল ১১টায় চট্টগ্রাম মহানগর জাতীয় পার্টির পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জাতীয় পার্টি কেন্দ্রীয় সদস্য ও যুব সংহতির যুগ্ম সম্পাদক নাছির উদ্দিন ছিদ্দিকী উপরোক্ত কথা বলেন। চট্টগ্রাম প্রেস ক্লাব ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর শ্রমিক পার্টির আহ্বায়ক ওসমান খান, নগর জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক আবছার উদ্দিন রনি, নগর সাংস্কৃতিক পার্টির সভাপতি বাবুল আহমদ, নগর কৃষক পার্টির সভাপতি এনামুল হক, নগর যুব সংহতির আহ্বায়ক নুরুল বশর সুজন, নগর স্বেচ্ছাসেবক পার্টির আহ্বায়ক জহুরুল ইসলাম রেজা, নগর তরুণ পার্টির আহ্বায়ক রেজাউল করিম রেজা, নগর শ্রমিক পার্টির সদস্য সচিব হারুন-উর-রশিদ হারুন, নগর জাপার যুগ্ম সম্পাদক আমিনুল হক আমিন, স্বেচ্ছাসেবক পার্টি কেন্দ্রীয় সদস্য এম. আজগর আলী, নগর সাংস্কৃতিক পার্টির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন স্বপন, নগর পল্লীবন্ধু পরিষদ আহ্বায়ক রিয়াজ উদ্দিন রিয়াজ, নগর মুক্তিযোদ্ধা প্রজন্ম পার্টির সাধারণ সম্পাদক জামাল উদ্দিন কান্টু, মহিলা পার্টির যুগ্ম আহ্বায়ক বিলকিস সুলতানা, সদস্য সচিব শেলী আক্তার, নগর ছাত্রসমাজ আহ্বায়ক সুমন বড়ুয়া, সদস্য সচিব আবু হানিফ নোমানসহ নগর জাপার বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।