মোঃ ছামিউল ইসলাম, জামালপুর প্রতিনিধি: মেলান্দহ উপজেলার ঝাউগড়া পথ সভা আয়োজন করা হয়েছে। ৪ জানুয়ারী (মঙ্গলবার) ঝাউগড়া ইউনিয়নের পশ্চিম ঝাউগড়া গ্রামে ৪নং ওয়ার্ড যুবলীগের সহ সভাপতি আবু বক্কর ছিদ্দিক এর বাড়িতে পথ সভা করা হয়।

উক্ত সভার সভাপতিত্ব করেন ঝাউগড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাস্থ্য জনসংখা বিষয়ক সম্পাদক ডাঃ আবু বক্কর ছিদ্দিক। বক্তব্য রাখেন ঝাউগড়া জামে মসজিদের সবাপতি মনোয়ার হোসেন, ইউনিয়ন সাধারণ সম্পাদক প্রার্থী ইউনিয়ন যুবলীগের সভাপতি জাহাঙ্গীর আলম আফসারী।

ইউনিয়ন যুবলীগের দপ্তর সম্পাদক সোহেল রানা, ইউনিয়ন তাতীলীগের সাধারণ সম্পাদক সাইফুর রহমান সুজন, ওয়ার্ড় যুবলীগের সহ সভাপতি আবু বক্কর ছিদ্দিক, ৪ ৫ ও ৬ সংরক্ষিত আসনের নব নির্বাচিত মহীলা মেম্বার লাকি খাতুন, ৮নং ওয়ার্ড় যুবলীগের সাদারণ সম্পাদক আনোয়ার হোসেন, জাসিম উদ্দিন,আমজাদ হোসেন, আমছার আলী নাজিমদ্দিন, আক্রম,বাচ্চু সোবান, প্রমূখ। এলাকার একাধিক বক্তারা বলেন -জনগণের মনোনীত প্রার্থী ও জনগণের-রায়ের প্রত্যাশা-নিয়ে আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রার্থী হয়ে মাঠে নেমেছে ইউনিয়ন যুবলীগের সভাপতি জাহাঙ্গীর আলম আফসারী। ঝাউগড়া ইউনিয়ন সাধারণ সম্পাদক হিসাবে অংশ নেওয়ায় ,ইউনিয়ন-বাসীর মধ্যে একটা, উৎসাহ উদ্দীপনা আর জয়সূচক, পরিবেশ বিরাজ করছে! সমাজের চায়ের দোকান থেকে শুরু করে-হাট বাজার, আলাপচারিতা-ও ফেঁসটুন ব্যানার ছেয়ে গেছে হাট -বাজার, ওলি গলি, মোড় বলাবলি-হচ্ছে জাহাঙ্গীর আলম আফসারী এবার বিপুল জনসমর্থনে নির্বাচিত হবে বলে জানান ,ইউনিয়ন-বাসী।বক্তারা আরো বলেন তিনি আমাদের মধ্যে সেবক হয়ে-আসবে এই প্রত্যাশা-এলাকাবাসীর!