জাতীয় সমাজ তান্ত্রিক দল জাসদের কেন্দ্রীয় কমিটির সভাপতি হাসানুল হক ইনু এমপির নেতৃত্বে মঙ্গলবার ২৭শে সেপ্টেম্বর ২০২২ সকালে জাসদের রংপুর বিভাগীয় প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়।
উক্ত প্রতিনিধি সভায় প্রধান অতিথি হিসেবে প্রথমে জাতীয় পতাকা উত্তোলনের সাথে জাতীয় সঙ্গীত গাওয়া ও জাসদের পতাকা উত্তোলন করা হয়।
পরে রংপুর শিল্পকলা একাডেমির টাউন হলে জাসদের প্রতিনিধি সভার আয়োজনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাসদের কেন্দ্রীয় কমিটির সভাপতি জননেতা বীর মুক্তিযোদ্ধা হাসানুল হক ইনু এমপি ও সাবেক তথ্য মন্ত্রী ও তথ্য মন্ত্রণালয়ের সভাপতি, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাসদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জননেত্রী শিরিন আখতার এমপি,সভাপতিত্ব করেন ডা. মোঃ একরামুল হোসেন স্বপন জাসদের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মণ্ডলীর কেন্দ্রীয় সদস্য।সঞ্চালক ছিলেন রংপুর জেলা জাসদের সাধারণ সম্পাদক চেয়ারম্যান জননেতা কুমারেশ রায় কেন্দ্রীয় কমিটির সদস্য।
আরো বক্তব্য রাখেন,ঠাকুরগাঁও জেলা জাসদের সভাপতি মোঃরাজিউর রহমান রাজু,দিনাজপুর জেলা জাসদের সভাপতি, নীলফামারী জেলা জাসদের সভাপতি,গাইবান্ধা জেলা জাসদের সভাপতি খাদেমুল ইসলাম খুদি বিভিন্ন নেতাকর্মী প্রমুখ।
উক্ত অনুষ্ঠানে পীরগঞ্জ জেলা জাসদের সাধারণ সম্পাদক ও ঠাকুরগাঁও জেলা জাসদের সহসাধারণ সম্পাদক গীতি গমন চন্দ্র রায় গীতি উপস্থিত ছিলেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।