মোঃ তাহেরুল ইসলাম ডোমার নীলফামারী প্রতিনিধি:

২নভেম্বর ডোমার পৌরসভা ৫ম ধাপে নির্বাচন ঘিরে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রার্থীরা।

প্রতীক বরাদ্দের পরই সমর্থন আদায়ে ঘুরছেন ভোটারদের দ্বারে দ্বারে প্রার্থীরা এবার ডোমার পৌরসভায় মেযর প্রার্থী ৩জন। ডোমার পৌর এলাকায় এখন ভোটের হাওয়া এক প্রান্তে থেকে অন্য প্রান্তে নিজেদের অবস্থান জানান দিচ্ছেন মেয়র ও কাউন্সিলার পার্থীরা।

গণসংযোগে ও বৈঠকে ব্যস্ত সময় কাটাচ্ছেন মেয়র ও কাউন্সিলার প্রাথীরা। ভোটারদের মন জয়ে ঘরে ঘরে যাচ্ছেন আওয়ামী লীগ প্রাথী ও স্বতন্ত্র প্রাথীরা। এবার ডোমার পৌরসভা নির্বাচনে মেয়র প্রাথী ৩জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলার প্রাথী ১১ জন, এবং সাধারন ওয়ার্ড কাউন্সিলার প্রাথী ৩২ জন। মোট ৪৬ জন প্রাথীরা মাঠে আছে।

 

পৌর ভোটার বাসিদের চাওয়া পৌরবাসীর কল্যাণে যাকে সবসময় কাছে পাবেন তাকেই নির্বাচিত করতে চান পৌর ভোটার বাসি।

প্রথম বারের মতো ডোমার পৌরসভায় ৯টি কেন্দ্রে ইভিএম এ ভোট গ্রহন অনুষ্ঠিত হবে । ডোমার পৌরসভায় মোট ভোটার সংখ্যা ১৩ হাজার ৫শত ৪০ জন এর মধ্যে পুরুষ ভোটার রয়েছে ৬ হাজার ৬শত ৬৭ জন ও মহিলা ভোটার ৬ হাজার ৮শত ৭৩ জন।