দলের পদ-পদবি কাউকে ইজারা দেওয়া হয়নি: ওবায়দুল কাদের
সুমনসেন চট্টগ্রাম জেলা প্রতিনিধি-
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, দলে মনোনয়ন নিয়ে বাণিজ্য করা থেকে বিরত থাকতে হবে। দিনের পর দিন ক্ষমতা অপব্যবহার করার জন্য দলের পদ-পদবি কাউকে ইজারা দেওয়া হয়নি।
বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) সকালে লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় ওবায়দুল কাদের তার বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে এ কথা বলেন।
দলীয় নেতাকর্মীদের সাবধান করে ওবায়দুল কাদের বলেন, ‘দল করলে দলের শৃঙ্খলা মানতে হবে। অর্জনে কোনও লাভ হবে না, যদি দলে শৃঙ্খলা ফিরে না আসে।’
যে কোনও নেতিবাচক ঘটনা দলের ও সরকারের ইতিবাচক অর্জনগুলো যেন ম্লান না হয় সেদিকে সতর্ক থাকতে নেতাকর্মীদের প্রতি আহ্বান ওবায়দুল কাদেরের।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।