ডাঃ আজাদ খান, ষ্টাফ রিপোর্টার: রবিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায়, জামালপুর জেলা বিএনপির আয়োজনে শহরের সরদার পাড়াস্হ ‘আরাফাত রহমান কোকো স্মৃতি মিলনায়তনে’ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দল কে তৃণমূল পর্যায়ে শক্তিশালী করণ ও পূর্ণ গঠনের সাংগঠনিক প্রক্রিয়ার অংশ হিসাবে এক মতবিনিময় সভা আয়োজন করা হয়। আজকের মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইমরান সালেহ্ পিন্স। সভাপতিত্ব করেন জামালপুর জেলা বিএনপির সভাপতি মোঃ ফরিদুল কবির তালুকদার শামীম। সঞ্চালনায় ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক এড.শাহ মোঃ ওয়ারেছ আলী মামুন। সভায় আরো যারা উপস্থিত ছিলেন- জামালপুর জেলা বিএনপির সহ-সভাপতি মোঃ সফিউর রহমান শফি, এড.ফজলুল হক, মোঃ লিয়াকত আলী, এড.মন্জুর কাদের বাবুল খান, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক শহিদুল হক খান দুলাল, যুগ্ম-সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন পল্টন, আহসানুজ্জামান রুমেল, সাংগঠনিক সম্পাদক লোকমান আহম্মেদ লোটন, সফিকুল ইসলাম খান সজিব, সদর উপজেলা বিএনপির সদস্য সচিব রুহুল আমিন মিলন, দপ্তর সম্পাদক মাওলানা মোঃ গোলাম রব্বানী, সহ-দফতর সম্পাদক গাউসুল আজম শাহিন। জেলা আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক এড.দিদারুল ইসলাম, শহর বিএনপির সিনিয়র যুগ্ন আহ্বায়ক মাঈন উদ্দিন বাবুল, শহর বিএনপির সদস্য সচিব শাহ আব্দুল্লাহ আল-মাসুদ, জেলা যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ রফিকুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান, জেলা সেচ্ছাসেবকদলের সিনিয়র সহ-সভাপতি নূরুল মোমেন আকন্দ কাওসার, জেলা বিএনপির সহ-প্রচার সম্পাদক সিপার মেহদী সহ জেলা, পৌর ও উপজেলা বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মীবৃন্দ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।