নতুনধারা বাংলাদেশ এনডিবির রাজনৈতিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ২৭/৭ তোপখানা রোডস্থ কার্যালয়ে ৪ অক্টোবর সকালে ‘রাজনৈতিক শিষ্ঠাচার’ বিষয়ক কর্মশালার উদ্বোধন করেন চেয়ারম্যান মোমিন মেহেদী।
উদ্বোধনী বক্তব্যে মোমিন মেহেদী এসময় বলেন, নতুনধারার রাজনীতিকরা শিষ্ঠাচারের রাজনীতি করে। তারা কোন পরিবারতন্ত্রকে প্রতিষ্ঠার রাজনীতি করেনা। তাদের রাজনীতি গণমানুষের কল্যাণের জন্য নিবেদিত।
এসময় প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা, জোবায়ের মাতুব্বর প্রমুখ বক্তব্য রাখেন।
নেতৃবৃন্দ এসময় আরো বলেন, নতুনধারার রাজনীতি করার প্রথম শর্ত হলো- লোভ মোহ থাকতে পারবে না। আর তাই নতুনধারার রাজনীতিতে অবৈধ দখল, অপরাজনীতি, চাঁদাবাজী, দুর্নীতির কোন স্থান নেই।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।