নাগরিক সমাজের এই সংবর্ধনা আমাকে ঋণী করল: এমপি শাহীন চাকলাদার

যশোর জেলা প্রতিনিধি।।
যশোর-৬ (কেশবপুর) আসনে সংসদ সদস্য, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদারের ‘নাগরিক সংবর্ধনা’ দেওয়া হয়েছে।
নাগরিক সংবর্ধনায় বিভিন্ন উপজেলা থেকে বাসে করে জমায়েত নিয়ে আসে আওয়ামী লীগে অনেক নেতাকর্মীরা।

শনিবার বিকেলে শহরের টাউন হল ময়দানে নাগরিক কমিটির ব্যানারে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে এমপি শাহীন চাকলাদার বলেন, যশোর আমার জন্মভূমি। মাটির মানুষ হিসেবে যশোরবাসীর কাছে আমার জবাবদিহি আছে, দায়বদ্ধতাও আছে। সেই দায়বদ্ধতায় জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও মানুষের পাশে থাকব।

তিনি বলেন, নাগরিক সমাজের এই সংবর্ধনা আমাকে ঋণী করল।

নাগরিক কমিটির আহ্বায়ক অধ্যক্ষ সুলতান আহমেদে সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল মজিদ, যশোর পৌরসভার মেয়র জহিরুল ইসলাম চাকলাদার রেন্টু, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম আফজাল হোসেন, স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) যশোরের সভাপতি একেএম কামরুল ইসলাম বেনু, জেলা ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতির সভাপতি সাকের আলী, জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক সানোয়ার আলম দুলু, জেলা পূজা পরিষদের সভাপতি অসীম কুন্ডু, জেলা মহিলা ক্রীড়া পরিষদের সাধারণ সম্পাদক সায়েদা বানু শিল্পী, জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি গাজী শহিদুল ইসলাম।

স্বাগত বক্তব্য রাখেন নাগরিক কমিটির সদস্যসচিব হারুন অর রশিদ।

আলোচনা অনুষ্ঠানের আগে যশোরের শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

সংবর্ধনা অনুষ্ঠান ঘিরে টাউন হল ময়দানে ব্যাপক জনসমাগম ঘটানো হয়। জেলার বিভিন্ন উপজেলা থেকে বাস ভরে মানুষ আসে যশোরের এ নাগরিক সমাবেশে।

উল্লেখ্য শাহীন চাকলাদার তিন মেয়াদে যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। সদর উপজেলা পরিষদের তিনবারের নির্বাচিত চেয়ারম্যান। সর্বশেষ যশোর-৬ (কেশবপুর) আসনের উপনির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন।