- নেতা-কর্মীকে ঐক্যবদ্ধ হয়ে সংগঠনকে মজবুত করতে হবে- মনিরামপুর কর্মী সমাবেশে প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য
আলিমুন খান : যশোর প্রতিনিধি
এলজিআরডি মন্ত্রণালয়ের পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য বলেছেন, জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে মুজিব আদর্শের সকল নেতা-কর্মীকে ঐক্যবদ্ধ হয়ে সংগঠনকে মজবুত করতে হবে। জনবান্ধব জননেত্রী শেখ হাসিনা সরকারের যুগোপযোগি পদক্ষেপে শিক্ষা, কৃষি, বিদ্যুৎসহ প্রতিটি সেক্টরে প্রভূত উন্নয়ন সাধিত হয়েছে।
বুধবার সন্ধ্যায় মনিরামপুর মহিলা ডিগ্রী কলেজের সামনে অনুষ্ঠিত পৌর সভার ৭,৮ ও ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পৌর আওয়ামী লীগের সভাপতি আমজাদ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি আরো বলেন, জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের মডেল এখন বিশ্বের বিভিন্ন দেশ গ্রহন করছে। এ সময় তিনি মণিরামপুরের বিভিন্ন উন্নয়নের চিত্র তুলে ধরে বলেন, ইতোমধ্যে ২য় শ্রেণির পৌর সভাকে ‘ক’ শ্রেণিতে উর্ণীত করা হয়েছে। এতে পৌর নাগরিকরা বিভিন্ন ধরনের সুযোগ পাবে।
পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক কামরুজ্জামান কামরুলের পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র কাজী মাহমুদুল হাসান ও উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক প্রভাষক ফারুক হোসেন। এছাড়া উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সদস্য আবুল কালাম আজাদ, আওয়ামী লীগ নেতা অ্যাড. বশির আহম্মেদ খান, সাবেক ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান জিএম মজিদ, মোন্তাজ হোসেন, জেলা পরিষদের সদস্য গৌতম চক্রবর্তী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান উত্তম চক্রবর্তী বাচ্চু, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী জলি আক্তার, ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান মনি, গীতারানী কুন্ডু, উপজেলা ছাত্রলীগের আহবায়ক মুরাদুজ্জামান মুরাদ, নির্মাণ শ্রমিকলীগ নেতা ইমন হায়দার প্রমূখ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।