তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় স্থগিত একটি কেন্দ্রের ভোটগ্রহণ চলছে।

বৃহস্পতিবার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়; একটানা চলবে বিকাল ৪টা পর্যন্ত।

উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৮ নভেম্বর খারনৈ ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বামনগাঁও মিশনারিজ স্কুলকেন্দ্রে ব্যালট পেপার ছিনতাই ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনায় কেন্দ্রটিতে ভোটগ্রহণ স্থগিত করে নির্বাচন কমিশন।

এ কারণে ওই ইউনিয়নের চেয়ারম্যান পদে চূড়ান্ত ফল ঘোষণা করা হয়নি।
বৃহস্পতিবার ভোটগ্রহণের পর চেয়ারম্যান, সংরক্ষিত মহিলা ও সাধারণ সদস্যদের নাম ঘোষণা করা হবে।

এদিকে স্থগিত হওয়া কেন্দ্রটির ফল ছাড়া বাকি আট কেন্দ্রের ফল অনুযায়ী নৌকা প্রতীকের প্রার্থী এবিএম সিদ্দিকুর রহমান পেয়েছেন তিন হাজার ৩২৯ ভোট, ঘোড়া প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ওবায়দুল হক পেয়েছেন চার হাজার ৪১৬ ভোট এবং আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সিরাজুল হক চানমিয়া দেওয়ানি পেয়েছেন চার হাজার ২৭২ ভোট।

কলমাকান্দা উপজেলা নির্বাচন কর্মকর্তা একেএম মোছা বলেন, স্থগিত এক কেন্দ্রের ভোটগ্রহণ সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। ওই কেন্দ্রের ভোটগ্রহণে বুথ ও কর্মকর্তার সংখ্যা আগের মতো রাখা হয়েছে। তবে কর্মকর্তা পরিবর্তন করা হয়েছে।