বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা ও নড়াইল-২ আসনের মাননীয় সংসদ সদস্য মাশরাফি বিন মোর্ত্তজা এমপি মহোদয়ের পক্ষে নড়াইলের লোহাগড়া উপজেলার, পৌর ও কলেজ শাখা ছাত্রলীগের উদ্যোগে আয়োজিত লক্ষ্মীপাশা চৌরাস্তায় ভ্যানচালক ও পথচারীদের মধ্যে ইফতার বিতরণ ।
বুধবার ১২ মে বিকালে লোহাগড়া উপজেলা, পৌর ও কলেজ শাখা ছাত্রলীগের নেতা ও কর্মীদের নিয়ে একসাথে ইফতার করেন নড়াইল জেলা ছাত্রলীগের সভাপতি চঞ্চল শাহরিয়ার মিম।
এ সময়ে উপস্থিত ছিলেন বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনের সিনিয়র প্রিন্সিপাল অফিসার মাহফুজুর রহমান মাসুদ, নড়াইল জেলা ছাত্রলীগের পরিবেশ বিষয়ক সম্পাদক স্বপ্নীল শিকদার নীল, জেলা ছাত্রলীগের সহসভাপতি রিপন পোদ্দার, যুগ্ম সাধারন সম্পাদক আকাশ ঘোষ রাহুল, জেলা ছাত্রলীগের সদস্য তারভীর হিরন,যুগ্ম সাধারন সম্পাদক মুকিত হোসেন, উপ-প্রচার সম্পাদক মুজাহিদুল ইসলাম, সদস্য থান্দার মনিরুজ্জামান, শিমুল খাঁন, দিদার, জসিম সহ অনেকে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।