কে এম নুরুল হুদা পৃথিবীর নিকৃষ্টতম প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) হিসেবে ঘৃণিত থাকবেন বলে মন্তব্য করেছে গণফোরামের একাংশ। আজ মঙ্গলবার এক বিবৃতিতে দলটির সভাপতি মোস্তফা মোহসীন মন্টু এ কথা বলেন।
নুরুল হুদার উদ্দেশে তিনি বলেন, ‘আমরা গণফোরাম বিশ্বাস করি অবশ্যই এ দেশে মুক্তিযুদ্ধের অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে সুশাসন ফিরে আসবে। যাদের মদদে আপনি বাংলাদেশের সংবিধানের চার মূলনীতির অন্যতম গণতন্ত্রকে সম্পূর্ণ বিপর্যস্ত করে জনগণের ভোটাধিকার লুণ্ঠন করেছেন তাদেরসহ আপনার বিচার এ দেশের মাটিতে আজ অথবা কাল নিশ্চয়ই হবে।
তিনি আরো বলেন, ‘আপনার মেয়াদকালে দিনের ভোট রাতে সম্পন্ন করা, সহিংসতা, নির্বাচনী আইন লঙ্ঘনসহ অবৈধ সরকারকে ক্ষমতায় টিকিয়ে রাখার সব ধরনের অপকর্ম আপনার নেতৃত্বে হয়েছে। ‘আপনার মতো একজন প্রধান নির্বাচন কমিশনারের কারণে দিনের ভোট রাতে হওয়ায় বিশ্বদরবারে বাংলাদেশের সম্মান ক্ষুণ্ণ হয়েছে’ বলেও মন্তব্য করেন তিনি।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।