বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: আসন্ন ১৭ অক্টোবর ফরিদপুর জেলা পরিষদ নির্বাচনে ২নং ওয়ার্ড বোয়ালমারী উপজেলা থেকে সদস্য পদ প্রার্থী হয়েছিলেন আবুল কালাম আজাদ। তিনি গত ৫ বছর জেলা পরিষদ সদস্য ছিলেন।

এ বছরে সদস্য হিসেবে মনোনয়ন ফরম কিনেন এবং জমা দেন। বুধবার (১২ অক্টোবর) তিনি সাংবাদিকদের জানান তিনি নির্বাচন করবেন না এবং নির্বাচন থেকে সরে গেছেন।

তিনি বলেন, আমার শারিরীক অসুস্থতার কারণে বিদেশে চিকিৎসা নেয়ার প্রয়োজন। সে জন্য ভোটারদের কাছে বিনীতভাবে দুঃখ প্রকাশ করে আমি চলমান নির্বাচন থেকে সরে দাঁড়ালাম। তবে আমার আদর্শিক রাজনীতি থেকে সরে দাঁড়াবো না।

আপনারা আমার ডাকে সাড়া দিয়ে সার্বিকভাবে সহযোগিতা করে ছিলেন তা এ জীবনে ভুলবার নয়। আমার জন্য দোয়া করবেন দ্রুত চিকিৎসা নিয়ে দেশে ফিরতে পারি।

হায়াতে বেঁচে থাকলে আবার দেখা হবে। আমার সকল ভোটার ও স্বজনদের কাছ থেকে দোয়া চেয়ে নির্বাচনী কার্যক্রম থেকে বিদায় নিচ্ছি।