আল হেলাল চৌধুরী, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি :তৃতীয় ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে দিনাজপুর ফুলবাড়ীতে নির্বাচনে অংশগ্রহনকারী প্রতিদ্বন্দি প্রার্থীদের সাথে প্রশাসনের নির্বাচনী আচরণবিধি বিষয়ক আইনশৃঙ্খলা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল সাড়ে ১১টায় উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: রিয়াজ উদ্দিন।
সভায় শরিফা আক্তার লাকি’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো: বারিউল করিম খাঁন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মো: শাহিনুর ইসলাম প্রামানিক,অতিরিক্ত পুলিশ সুপার ফুলবাড়ী সার্কেল মো:আসাদুজ্জামান আসাদ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আশ্রাফুল ইসলাম,উপজেলা নির্বাচন কর্মকর্তা মো: ওয়াজেদ আলী,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও রিটানিং অফিসার মো: সমশের আলী মন্ডল,সমাজ সেবা কর্মকর্তা ও রিটানিং অফিসার মো: আখতারুজ্জামান প্রমুখ। সভায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ গ্রহনকারী সকল প্রতিদ্বন্দী প্রার্থীগন উপস্থিত ছিলেন।