বাংলাদেশের উন্নয়নের অগ্রযাত্রায় হরিজন জনগোষ্ঠীর জীবন-মান উন্নয়নে বর্ণ বৈষম্য বিলোপ আইন দ্রুত পাশ এবং আইনটির কার্যকরী প্রচারণার জন্য বিভিন্ন ধরনের কর্মসূচি গ্রহণ করাসহ ৫ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ।
শনিবার (২৬ মার্চ) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানায় পরিষদের মহাসচিব নির্মল চন্দ্র দাস। পরিষদের অন্যান্য দাবিগুলো হচ্ছে- বাংলাদেশে সকল জেলা, উপজেলা,
ইউনিয়ন, বিভিন্ন হাটবাজার, গ্রাম-গঞ্জসহ সকল প্রতিষ্ঠানে কর্মরত ও বসবাসরত হরিজনদের স্থায়ী এবং আধুনিক জীবন যাপনের সকল সুবিধাসহ বাসস্থানের ব্যবস্থা করা; সরকারি-বেসরকারী,
স্বায়ত্বশাসিত, সিটি কর্পোরেশন, পৌরসভাসহ সকল প্রতিষ্ঠানে ৮০ শতাংশ কোটার যথাযথ বাস্তাবায়ন ও শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী সকল হরিজনদের চাকরি দেওয়া; পরিচ্ছন্নকর্মী পদের লিখিত পরিক্ষা শিথিল করা এবং আউটসোর্সিং পদ্ধতিতে পরিচ্ছন্নকর্মী নিয়োগ বাতিল করা।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।