মাগুরা জেলা প্রশাসন প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতাল কর্তৃক আয়োজিত “প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২১ এর শুভ উদ্বোধনী অনুষ্ঠানে মাগুরা-১ আসনের মাননীয় সংসদ সদস্য এ্যাডঃ সাইফুজ্জামান শিখর মহোদয় এ কথা বলেন।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষের কল্যানে কাজ করে যাচ্ছেন। আর তারই ধারবাহিকতায় দেশে প্রাণিসম্পদ রক্ষনাবেক্ষন ও উন্নয়নে উপজেলা ও জেলা পর্যায়ে সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীবৃন্দ স্ব স্ব কাজে নিয়োজিত রয়েছে। এ সময় তিনি জনগনকে সরকারের এ সহযোগিতা কাজে লাগিয়ে নিজেদের ভাগ্যের উন্নয়নের পাশাপাশি জাতীয় উন্নয়নে অবদান রাখার আহবান জানান।

শনিবার(৫ জুন) দুপুরে মাগুরা এ জি একাডেমি চত্বরে মাগুরার জেলা প্রশাসক ড. আশরাফুল আলম মহোদয় এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মাগুরার পুলিশ সুপার মোঃ জহিরুল ইসলাম, জেলা পরিষদ চেয়ারম্যান পংকজ কুমার কুন্ডু, জেলা আওয়ামী লীগের সভাপতি আ ফ ম আব্দুল ফাত্তাহ, সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু, আওয়ামীলীগ নেতা মোস্তাফিজুর রহমান স্বপন ,পৌর মেয়র খুরশীদ হায়দার টুটুল, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ হাদিউজ্জামান, মাগুরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসিন কবির, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ আনোয়ারুল করিম। অনুষ্ঠানে সদর উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ রেজাউল ইসলাম, জেলা যুবলীগের আহবায়ক ফজলুর রহমান সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।