বিএনপির কেন্দ্রীয় দপ্তরের এক নেতাকে তার দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। জাতীয় নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদকের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে বেলাল আহমেদকে। তাকে পদাবনতি দিয়ে জাতীয় নির্বাহী কমিটির সহ-গ্রাম সরকার বিষয়ক সম্পাদক পদে মনোনীত করা হয়েছে।
একটি সূত্র জানিয়েছে, বেলাল আহমেদের কর্মকাণ্ডে ক্ষুব্ধ হয়ে এই সিদ্ধান্ত নিয়েছে বিএনপির হাইকমান্ড। এজন্য তাকে সহ-দপ্তর সম্পাদকের মতো গুরুত্বপূর্ণ পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে।
মঙ্গলবার বিএনপির কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বেলাল আহমেদকে সহ-দপ্তর সম্পাদক পদ থেকে সহ-গ্রাম সরকার বিষয়ক সম্পাদক পদে মনোনীত করা হয়েছে। এ ছাড়া জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাবেক প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক তারিকুল ইসলাম তেনজিং এবং ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক দপ্তর সম্পাদক আব্দুস সাত্তার পাটোয়ারীকে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য পদে মনোনীত করা হয়েছে।
তারিকুল ও আব্দুস সাত্তার বিএনপির কেন্দ্রীয় দপ্তরের সঙ্গে সংযুক্ত থাকবেন বলে প্রেস বিজ্ঞপ্তি জানানো হয়।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।