বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: বিএনপি জামাতের অবরোধের ডাক দিয়েছেন। সে অবরোধ ভেঙ্গে গাড়ি চালালে মিলছে ঠান্ডা সেভেনআপ। আর এমনটি করেছেন উত্তর বোয়ালমারী যুবলীগের নেতাকর্মীরা। তারা চালকদের ঠান্ডা সেভেনআপ দিয়ে গাড়ি চালাতে উৎসাহ দিচ্ছেন।
রোববার (৫ নভেম্বর) সকালে উপজেলার সাতৈর ইউনিয়নের সাতৈর বাজারে বাস, ট্রাক, মাইক্রোবাস, প্রাইভেটকারসহ নানা ধরনের যানবাহন থামিয়ে প্রত্যেক চালকদের হাতে ঠান্ডা সেভেনআপ ধরিয়ে দেয়ার চিত্র দেখা গেছে। এসময় উত্তর বোয়ালমারীর যুবলীগের নেতাকর্মীরা বিএনপি জামাতের অবরোধের বিরুদ্ধে শান্তি সমাবেশ ও কর্মসূচির আয়োজন করেছেন। বিএনপি জামাতের অবরোধ রুখে দিতে তারা সর্বদা সরব রয়েছে বলে জানান।
উপজেলা যুবলীগের সদস্য সৈয়দ খায়রুল ইসলামের সভাপতিত্বে শান্তি সমাবেশ ও কর্মসূচিতে উপস্থিত ছিলেন, ঘোষপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আতিয়ার রহমান, সাতৈর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. আওয়াল হোসেন, ডোবরা ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি খন্দকার সাজ্জাদ হোসেন শান্ত, যুবলীগ নেতা নাজমুল হোসেন রাজু, সাবেক মেম্বর খলিল শেখ, আওয়ামী লীগ নেতা মো. কামরুল ইসলাম, ফকির মো. শাহজাহান প্রমুখ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।