নুরুল হক: মণিরামপুরে জাতীয়তাবাদী (বিএনপি) দলের উপজেলা ও পৌর শাখার কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে সম্মেলনের প্রথম পর্বে সাবেক পৌর মেয়র অ্যাড. শহীদ মুহাম্মদ ইকবাল হোসেন উপজেলা বিএনপি’র আহবায়ক ও মফিজুর রহমান যুগ্ম আহবায়ক নির্বাচিত হন। অন্যদিকে দ্বিতীয় পর্বে পৌর শাখার সভাপতি খাইরুল ইসলাম পৌর বিএনপির আহবায়ক ও পৌর শাখার সাধারণ সম্পাদক আবদুল হাই যুগ্ম আহবায়ক নির্বাচিত হন।

সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন যশোর জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক নার্গিস বেগম।

সম্মেলনের প্রথমপর্বে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি অ্যাড. শহীদ ইকবাল হোসেন ও দ্বিতীয়পর্বে সভাপতিত্ব করেন পৌর বিএনপির সভাপতি খাইরুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সদস্য সচিব অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন খোকন। বিএননপি নেতা আসাদুজ্জামান মিন্টু ও নিস্তার ফারুকের পরিচালনায় সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মোহাম্মদ মুছা, আবদুস সালাম আজাদ, যশোর পৌরসভার সাবেক মেয়র মারুফুল ইসলাম, মিজানুর রহমান খান, মণিরামপুর পৌর বিএনপির সাধারন সম্পাদক আবদুল হাই, অ্যাড. মকবুল ইসলাম, মিজানুর রহমান, উপাধ্যক্ষ গাজী আবদুস সাত্তার, বজলুর রহমান, অ্যাড. মুজিবুর রহমান, আবু তালেব, আবদুল মজিদ, পৌর যুবদলের আহবায়ক আব্বাস উদ্দিন প্রমুখ। সম্মেলনের প্রথমপর্বে অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেনকে আহবায়ক ও মফিজুর রহমানকে যুগ্ম আহবায়ক করে ৩৬ সদস্যের উপজেলা বিএনপির আহবায়ক কমিটি গঠন করা হয়। দ্বিতীয় পর্বে খাইরুল ইসলামকে আহবায়ক ও আবদুল হাইকে যুগ্ম আহবায়ক করে ২০ সদস্যের পৌর আহবায়ক কমিটি গঠন করা হয় বলে জানিয়েছেন জেলা বিএনপি’র সদস্য সচিব অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু।