মোঃ সাজ্জাদুল ইসলাম,স্টাফ রিপোর্টারঃ সমস্ত জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে মণিরামপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির প্রধান অ্যাড. মোঃ শহীদ ইকবাল হোসেনকে সভাপতি ও আসাদুজ্জামান মিন্টুকে সাধারণ সম্পাদক করে ৫ই জানুয়ারি সন্ধায় মণিরামপুর উপজেলার আংশিক কমিটি ঘোষণা করেছে যশোর জেলা বিএনপি।
যশোর জেলা বিএনপির সদস্য সচিব অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবুর স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এ কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করা হয়।
কমিটির অন্যান্যরা হলেন, সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিকী ও খান শফিয়ার রহমান, সিনিয়র সহ-সভাপতি মফিজুর রহমান, সহ-সভাপতি জি এম মিজানুর রহমান, অ্যাড. মকবুল হোসেন, অ্যাড. মুজিবুর রহমান, অধ্যক্ষ গাজী সাত্তার, মতলেব হোসেন, যুগ্ম-সম্পাদক শামসুজ্জামান শান্ত, নাজমুল হক লিটন ও কোষাধ্যক্ষ রবিউল ইসলাম।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।