বাংরাদেশ তাঁতীলীগ নেতৃবৃন্দের মনিরামপুর ও পৌর তাঁতীলীগের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহষ্পতিবার সন্ধ্যায় উপজেলা তাঁতীলীগের দলীয় কার্যালয়ে উপজেলা সভাপতি মাষ্টার মনিরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংরাদেশ তাঁতীলীগের কেন্দ্রীয় অর্থ বিষযক সম্পাদক শেখ ওমর ফারুক।
এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শিক্ষা ও মানব সম্পদ বিষযক সম্পাদক অধ্যাপক বাবুল আকতার, আওয়ামীলীগনেতা মাষ্টার হাসান সরোয়ার, উপজেলা তাঁতীলীগের যুগ্মসম্পাদক আব্দুর রহমান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পাদক মাস্টার আসাদুল ইসলাম, পৌর সভাপতি আব্দুল মালেক, সাধারণ সম্পাদক বিশ্বজিৎ সাহা, তাঁতীলীগনেতা শরীফ, বাবু পাটোয়ারী, জাহিদ হাসান সাগর প্রমুখ।
সভায় সংগঠনকে গতিশীল করার জন্য বিভিন্ন বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।