নূরুল হক, মণিরামপুর প্রতিনিধি: মনিরামপুরে বুধবার ছাত্রদলের উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪০তম শাহাদাত বার্ষিকী পালিত হয়।
বুধবার বিকেলে উপজেলা বিএনপি’র দলীয় কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি সাবেক পৌর মেয়র অ্যাড. শহীদ ইকবাল হোসেন।
উপজেলা ছাত্রদলের আহবায়ক ওলিয়ার রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি খায়রুল ইসলাম, সাধারন সম্পাদক আবদুল হাই, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মকবুল ইসলাম, যুব বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান মিন্টু। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যুবদল নেতা আব্বাস উদ্দিন, মোক্তার হোসেন, জুলফিকার আলী ভূট্টো, আইয়ুব আলী, ছাত্রদলের যুগ্ম আহবায়ক আব্দুল্লাহ আল মামুন, মনিরুল ইসলাম, কামরুজ্জামান, এনামুল কাদির প্রমুখ।
পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া পরিচালনা করেন মুফতি মফিজুর রহমান।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।