মনিরামপুরে উৎসবমুখর পরিবেশে বিএনপি’র ৩টি ইউনিয়নের কমিটি গঠন সম্পন্ন হয়েছে। স্ব স্ব ইউনিয়নে গণতান্ত্রিক সাংগঠনিক উপায়ে নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে কমিটির গুরুত্বপূর্ণ তিনটি পদের গঠন কার্যক্রম সম্পন্ন হয়।
জানাযায়, যশোর জেলা বিএনপির নির্দেশনা মোতাবেক শুক্রবার সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণ ও বিরতিহীন ভাবে ১৪ নং দূর্বাডাঙ্গা, ৩ নং ভোজগাতী, ১৭ নং মনোহরপুর এই ৩টি ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করেন ভোটাররা।
৩টি ইউনিয়নে যথাক্রমে ৩নং ভোজগাতী ইউনিয়নে সভাপতি আব্দুস সাত্তার দফাদার, সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাবু ও সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ, ১৭ নং মনোহরপুর ইউনিয়নে সভাপতি ইউপি চেয়ারম্যান ফারুক আক্তার মিন্টু, সাধারণ সম্পাদক নাজমুল হক ও সাংগঠনিক সম্পাদক কোরবান আলী এবং ১৪ নং দূর্বাডাঙ্গা ইউনিয়নে সভাপতি আলতাফ হোসেন, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান খোকন ও সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম নির্বাচিত হয়েছেন।
নির্বাচনে জেলা বিএনপি’র আহবায়ক অধ্যাপক নার্গিস বেগম ও বিএনপি’র খুলনা বিভাগীয় (ভারপ্রাপ্ত) সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতের নির্দেশনা মোতাবেক জেলা বিএনপির সদস্য সচিব অ্যাড. সাবেরুল হক সাবু, যুগ্ম আহবায়ক গোলাম রেজা দুলুসহ জেলা বিএনপির নেতৃবৃন্দ এ নির্বাচনের সার্বিক দায়িত্ব পালন করেন।
উল্লেখ্য, কমিটির প্রাথমিকভাবে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন। পরে ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।