মাগুরা প্রতিনিধিঃ মাগুরার মহম্মদপুর উপজেলা আওয়ামী লীগের কাউন্সিলরদের নিয়ে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ সেপ্টেম্বর) সকাল ১০.০০ ঘটিকায় শুরু হওয়া এই কর্মীসভায় উপজেলার সকল ইউনিয়নের কাউন্সিলরবৃন্দ উপস্থিত ছিলেন।
স্ব স্ব ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি /সাধারণ সম্পাদকের নেতৃত্বে প্রায় সব কাউন্সিলর /ডেলিগেট উপস্থিতি লক্ষ করা গেছে। উপজেলার বিনোদপুর ইউনিয়নের বেথুলিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের চত্বরে মহম্মদপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব মোঃ মোস্তফা কামাল সিদ্দিকী লিটনের সঞ্চালনায় এবং সভাপতি এ্যাডঃ আবদুল মান্নান সাহেবের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরার গণমানুষের নেতা,মাগুরা-২ আসনের বারবার নির্বাচিত মাননীয় সংসদ সদস্য এবং সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড.শ্রী বীরেন শিকদার এমপি মহোদয়।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহম্মদপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মোঃ তোতা মিয়া, সাবেক সাধারণ সম্পাদক জনাব মোঃ হারুনার রশিদ, উপজেলা মহিলা ভাইচ-চেয়ারম্যান ও নারীনেত্রী মোছাঃ বেবী নাজনীন, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ সহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন আওয়ামী লীগ নেতাকর্মীবৃন্দ প্রমুখ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।