মাগুরা প্রতিনিধিঃ দেশের চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে মাগুরার শ্রীপুর উপজেলায় ৮ ইউপির নির্বাচনে নৌকা ৬ ও স্বতন্ত্র ২টিতে বেসরকারি ভাবে বিজয়ী হয়েছে। রবিবার (২৬ ডিসেম্বর) সকাল থেকেই উপজেলা ব্যাপী উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ছাড়ায় শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে।

৬টি ইউপিতে চেয়ারম্যান পদে নৌকা প্রতীক জয় পেয়েছে বাকি ২টি তে আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী বেসরকারি ভাবে জয় লাভ করেছে। উপজেলার ৮ ইউনিয়নে বেসরকারি ভাবে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন। ১নং গয়েশপুর ইউপিতে মোঃ আব্দুল হালিম মোল্যা(নৌকা),

২নং আমলসার ইউপিতে সেবানন্দ বিশ্বাস (নৌকা), ৩নং শ্রীখোল ইউপিতে কুতুবুল্লাহ হোসেন কুটি (আনারস), ৪নং শ্রীপুর সদর ইউপিতে মশিয়ার রহমান( নৌকা),

৫নং দ্বারিয়াপুর ইউপিতে আব্দুস সবুর (নৌকা), ৬নং কাদিরপাড়া ইউপিতে সাংবাদিক আইয়ুব হোসেন(আনারস) ৭নং সব্দালপুর ইউপিতে পান্না খাতুন (নৌকা), ৮নং নাকোল ইউপিতে হুমাউনুর রশিদ মুহিত (নৌকা) প্রতীক নিয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন।