মোঃ ফারুক হোসেন | খাগড়াছড়িঃ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মাটিরাঙ্গায় অসহায় ও কর্মহীন হয়ে যাওয়া শতাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ (২৮ এপ্রিল) বুধবার সকালে মাটিরাঙ্গা পৌরসভা এলাকায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় থেকে প্রাপ্ত প্রধানমন্ত্রীর ইফতার সামগ্রী বিতরণ করেন, শরনার্থী প্রত্যাবাসন ও পুর্নবাসন এবং অভ্যন্তরীন উদ্বাস্তু নির্দিষ্টকরণ ও পুর্নবাসন সম্পর্কিত টাস্কফোর্সের চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।
এ সময় উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী অপু, জেলা পরিষদের সদস্য হিরণ জয় ত্রিপুরা, মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম হুমায়ুন মোর্শেদ খান,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুবাস চাকমা,উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম, মাটিরাঙ্গা পৌরসভার মেয়র শামসুল হক, মাটিরাঙ্গা থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আলী, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক তাজুল ইসলাম।
এ সময় আরও উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগের সভাপতি হারুনর রশীদ ফরাজি,সাধারণ সম্পাদক আলাউদ্দিন লিটন সহ প্রমুখ।
এ সময় শরনার্থী প্রত্যাবাসন ও পুর্নবাসন এবং অভ্যন্তরীন উদ্বাস্তু নির্দিষ্টকরণ ও পুর্নবাসন সম্পর্কিত টাস্কফোর্সের চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি বলেন, প্রথম ধাপে পৌরসভায় শতাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। দুএকদিনের মধ্যে পুরো উপজেলায় প্রায় এক হাজার পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করার কথা রয়েছে বলে জানান।
বাংলাদেশ আওয়ামী লীগ সরকার সব সময় অসহায় ও নিরীহ মানুষের পক্ষে কাজ করে যাচ্ছে। বর্তমান করোনা ভাইরাসের মহামারীতে সকলকে সাস্থ্যবিধি মেনে ও ঘর থেকে বাহির হওয়ার সময় মাস্ক পরে বাহির হওয়ার আহ্বান জানান তিনি।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।