আমিনুল ইসলাম, ঘাটাইল প্রতিনিধিঃ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের বাকী আছে আরও কয়েক মাস। এখনো আনুষ্ঠানিকভাবে নির্বাচন কার্যক্রম শুরু হয়নি।

তবে টাঙ্গাইলের সদর উপজেলা ৩ নং ঘারিন্দা ইউনিয়ন পরিষেদের চেয়ারম্যান পদে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক বেনজির রশিদ মাঠ চষে বেড়াচ্ছেন চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে এলাকায় ব্যাপক প্রচার-প্রচারণা চালিয়েছেন।

ছাত্র জীবন থেকে আওয়ামীলীগেন রাজনীতির সাথে জড়িত থেকে তিনি এলাকার বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড, হত-দরিদ্র জনগণকে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করে সকলের প্রাণ ছুঁয়েছেন চেয়ারম্যান পদে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী বেনজির রশিদ জানান, বৈশ্বিক মহামারি করোনাকালীন সময়ে জনপ্রতিনিধি না হয়েও এলাকার কর্মহীন ও অসহায়দের মানুষের পাশে আছেন।

সব সময় এলাকার অবেহেলিত ও অসহায় মানুষের পাশে থেকে কাজ করতে চায়। ইউনিয়নবাসীকে সন্ত্রাস ও মাদকমুক্ত করবে। যুবকদের উন্নয়নে কাজ করতে চায় এবং এলাকার উন্নায়নে নিজেকে উৎসর্গ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।