বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, সরকার না থাকলে আওয়ামী লীগও থাকবে না। রাস্তার মোড়ে লেখা থাকবে- ‘এখানে আওয়ামী লীগ নেই’। বৃহস্পতিবার (৬ জানুয়ারি) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
খালেদা জিয়াকে বিনা অপরাধে জেল দেওয়া হয়েছে— দাবি করে আওয়ামী লীগ সভাপতির উদ্দেশে বিএনপির এ নেতা বলেন, তাকে জামিন দিচ্ছেন না, চিকিৎসা করার সুযোগ দিচ্ছেন না।
পররাষ্ট্রমন্ত্রীর সমালোচনা করে তিনি বলেন, অন্য দেশে অপরাধ হচ্ছে বলে আমাদের দেশেও অপরাধ হতে পারে, সেই লাইসেন্স আপনাকে কে দিয়েছে? আমেরিকা আমাদের দেশের সাতজনের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে। আপনি কি তাদের কারো কারো বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে সিদ্ধান্ত নেবেন?
তিনি বলেন, মাত্র সাতজনের বিরুদ্ধে নিষেধাজ্ঞায় দেশব্যাপী তোলপাড়। একটি অংশের বুকে কাঁপুনি ধরেছে, আর বৃহত্তর অংশ আশার আলো দেখছে। আমরা ব্যর্থ হলেও গণতান্ত্রিক বিশ্বের চোখ-কান খোলা। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিদিন কারো না কারো ভিসা বাতিলের খবর উঠে আসছে। দিনদিন পথ রুদ্ধ হচ্ছে।
আলোচনা সভায় বক্তব্য রাখেন- বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, হাবিবুর রহমান হাবিব, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।