মোঃইমরান হোসেন, স্টাফ রিপোর্টার: শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ নির্বাচনের তফসিল ঘোষণার পরপরই জমে ওঠেছে নির্বাচনী ময়দান। চায়ের রাজধানী হিসেবে খ্যাত শ্রীমঙ্গলের অলি-গলিতে এখন বইছে নির্বাচনে হাওয়া। নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ আগামী ১৩ সেপ্টেম্বর, মনোনয়নপত্র বাছাই ১৪ সেপ্টেম্বর, আপীল দাখিলের শেষ তারিখ ১৭ সেপ্টেম্বর, আপীল নিস্পত্তির তারিখ ১৮ সেপ্টেম্বর, প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ১৯ সেপ্টেম্বর, প্রতীক বরাদ্দ ২০ সেপ্টেম্বর এবং নির্বাচন ০৭ অক্টোবর অনুষ্ঠিত হবে।
তফসিল ঘোষণার পর সাম্ভাব্য প্রার্থীদের পদচারণা শুরু হয়েছে উপজেলার সর্বত্র। ইতোমধ্যে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ১০ জনের তালিকা কেন্দ্রীয় মনোনয়ন বোর্ডে প্রেরণের নিমিত্তে জেলায় প্রেরণ করেছে উপজেলা আওয়ামী লীগ। উপজেলা আওয়ামী লীগ কর্তৃক জেলায় যাদের নাম জেলায় প্রেরণ করা হয়েছে তারা হলেন-সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব মো. আছকির মিয়া, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ইউসুফ আলী, সাধারণ সম্পাদক সহিদ হোসেন ইকবাল, কোষাধ্যক্ষ ও ৩নং শ্রীমঙ্গল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভানু লাল রায়, দপ্তর সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান তোফাজ্জল হোসেন ফয়েজ, সদস্য আবু শহীদ আব্দুল্লাহ, জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো. জাকারিয়া, উপজেলা কৃষক লীগের সভাপতি মো. আফজল হক, উপজেলা পরিষদের বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও উপজেলা শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক প্রেম সাগর হাজরা এবং প্রয়াত উপজেলা চেয়ারম্যান রনধীর কুমার দেবের পুত্র উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাজু দেব রিটন।
অপরদিকে বিএনপি নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে সুস্পষ্ট কোন সিদ্ধান্ত না নিলেও বাংলাদেশ পেশাজীবী দল কেন্দ্রীয় কমিটির সভাপতি, সমাজসেবক, দানশীল ব্যক্তিত্ব, বিশিষ্ট ব্যবসায়ী, হবিগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক হবিগঞ্জের বানী পত্রিকার প্রধান উপদেষ্টা, কপারটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড’র উপদেষ্টা, সমাজকর্মে অনন্য অবদানের জন্য বিভিন্ন সংগঠন কর্তৃক সম্মাননাপ্রাপ্ত আরিফুল ইসলাম জিয়া উপ-নির্বাচনে প্রার্থী হচ্ছেন বলে জানা গেছে। অতিমারী করোনাকালে বিশিষ্ট সমাজকর্মী জিয়া দরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণসহ নানা সমাজসেবামূলক কাজ অব্যাহত রেখেছেন। এছাড়া জাতীয় পার্টির প্রার্থী হবার ঘোষণা করেছেন সাবেক ছাত্রনেতা মিজানুর রব। উল্লেখ্য একাধিকবার নির্বাচিত শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান রনধীর কুমার দেব গত ২১ মে মৃত্যুবরণ করায় চেয়ারম্যান পদে এ উপ-নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।