দীর্ঘ সাত বছর পর অনুষ্ঠিত পঞ্চগড় জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি পদে পুনরায় নির্বাচিত হয়েছেন পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ও রেলপথমন্ত্রী নূরুল ইসলাম সুজন।
এ কমিটিতে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন পঞ্চগড় জেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট। গতকাল রোববার (২০ মার্চ) বিকেলে জেলা আওয়ামী লীগের সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে পঞ্চগড় চিনিকল মাঠে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ প্রধান অতিথি হিসেবে সবার সম্মতিতে তাদের নাম ঘোষণা করেন।
এসময় সহ-সভাপতি হিসেবে পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মজাহারুল হক প্রধানের নাম ঘোষণা করা হয়। পরে পূর্ণাঙ্গ কমিটি করার দায়িত্ব দেওয়া হয় তাদের। এর আগে সকাল থেকে বিভিন্ন ইউনিয়ন ও উপজেলা থেকে তৃণমূলের নেতাকর্মীরা মিছিল নিয়ে সম্মেলনস্থলে আসেন।
কলমকথা/ বিথী
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।