নতুন বছরে জাতীয় পার্টিতে (জাপা) চমকের পর চমক আসবে জানিয়ে হুসেইন মুহাম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা এরশাদ বলেছেন, সাদ ও এরিক (এরশাদের দুই ছেলে)- এরাই হবে আগামী দিনের ‘লাঙ্গল’-এর ধারক ও বাহক। বাবার চেয়ারে শুধু ছেলেদেরই শোভা পায়। একমাত্র ছেলেরাই পারে বাবার মান রক্ষা করতে, অন্য কেউ নয়।’
জাপার ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সম্প্রতি রাজধানীর বারিধারায় প্রেসিডেন্ট পার্কে আয়োজিত আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে প্রেসিডেন্ট পার্কে আলোকসজ্জা করা হয়েছে। আলোচনাসভার ব্যানারে জাপার প্রয়াত চেয়ারম্যান এইচ এম এরশাদ ও পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদের ছবি ছিল। ব্যানারে বিদিশার ছবিও ছিল, প্রধান অতিথি হিসেবে তার পরিচয় লেখা ছিল।
এসময় বিদিশা আরও বলেন, ‘আর মাত্র কয়েক মাস পরেই এরিকের বয়স ২১ হবে। অপেক্ষা করুন। চমকের পর চমক আসবে সামনে। আপনারা জানেন রওশন এরশাদ খুব অসুস্থ। তিনি ব্যাংককে আছেন। কিন্তু দেখা যাচ্ছে এরই মধ্যে জাতীয় পার্টির যে চেয়ারম্যান আছেন, তিনি প্রতিষ্ঠাবার্ষিকীর পোস্টার থেকে রওশন এরশাদের ছবি মুছে ফেলেছেন। এই অমানবিক কাজটা আসলে তাকেই মানায়।’
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।