ঝিনাইদহে পৌরসভার সতন্ত্র মেয়র প্রার্থী কাইয়ুম শাহরীয়ার জাহেদী হিজলের ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়ি ভাংচুরের প্রতিবাদে শান্তি মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্টিত হয়।
সোমবার দুপুরে শান্তি মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে পায়রা চত্তরে এসে এক সমাবেশে মিলিত হয়। সমাবেশে মেয়র প্রার্থী কাইয়ুম শাহরীয়ার জাহেদী হিজল ছাড়াও সমাজের গন্যমান্য ব্যক্তি বক্তব্য রাখেন।
রোববার রাতে কে বা কারা গালর্সস্কুল সড়কের বাসায় ইটপাটকেল নিক্ষেপ ও কিংশুক বিপনীতে হামলা চালিয়ে ব্যপক ক্ষতি সাধন করে।
এ সময় ব্যবসা প্রতিষ্ঠানের সামনে থাকা কিংশুক বিপনীর পিকআপ ভ্যানের গ্লাস ভাংচুর ও দোকানের ক্যাশ থেকে প্রায় ১৫ লাখ টাকা লুট করা হয় বলে হিজল অভিযোগ করেন।
শান্তি সমাবেশে কাইয়ুম শাহরীয়ার জাহেদী হিজল বলেন, আমার পিতা মুছা মিয়া একজন ভাষা সৈনিক ও বীর মুক্তিযোদ্ধা ছিলেন। তার ছেলে হিসেবে আমি নির্বাচন থেকে সরে দাড়িয়ে কাপুরুষের পরিচয় দিতে পারিনা। খেলা যখন শুরু করেছি, জয়ী হয়ে শেষ করবো ইনশাল্লাহ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।