প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিএনপি ও ছাত্রদল কর্তৃক কটূক্তি এবং হত্যার হুমকির’ প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে কেরানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ। শনিবার বিকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগ এবং কদমতলী গোলচত্বর সড়কে দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগ পৃথকভাবে এ কর্মসূচি পালন করে।
দুটি কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি শাহীন আহমেদ।
বিক্ষোভ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন- মডেল থানা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল বারেক, যুগ্ম সাধারণ সম্পাদক সালাউদ্দিন লিটন, তারানগর ইউপি চেয়ারম্যান মোশাররফ হোসেন ফারুক। দক্ষিন কেরানীগঞ্জ থানা আয়োজিত বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন- শুভাঢ্যা ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেন, থানা যুবলীগের সভাপতি মাহমুদ আলম, আওয়ামী লীগ নেতা মীর আসাদ হোসেন টিটু, জাকির আহমেদ, স্বেচ্ছাসেবক লীগ নেতা মিরাজুর রহমান সুমন, রমযান আলী মেম্বার, শ্রমিক লীগ নেতা ফরিদ হোসেন প্রমুখ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।