যুবলীগের ৫০ বছরপূর্তি ও সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত মহাসমাবেশে যোগ দিয়েছেন চিত্রনায়ক রিয়াজ ও ফেরদৌস, নিপুণ ও অভিনেতা চঞ্চল চৌধুরী।
সমাবেশে যোগ দিয়ে চঞ্চল চৌধুরী তার হাওয়া সিনেমার জনপ্রিয় গান ‘সাদা সাদা, কালা কালা’ গেয়ে সোহরাওয়ার্দী উদ্যান মাতিয়েছেন।
শুক্রবার দুপুরে সমাবেশে তারা উপস্থিত হন। এ সময় তাদের ভক্তদের অনেকে সেলফি তুলতে দেখা গেছে। যুবলীগের এই আয়োজনে সারা দেশ থেকে কয়েক লাখ যুবক মিলিত হয়েছে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে। কেউ লাল সবুজ এবং কেউ হলুদ রঙের টিশার্ট ও ক্যাপ পরে মিছিলে মিছিলে ঢাকঢোল পিটিয়ে সোওহরাওয়ার্দী উদ্যানে মিলিত হচ্ছেন।
দুপুর পৌনে ৩টার দিকে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আনুষ্ঠানিকভাবে মহাসমাবেশ শুরু হয়েছে। বেলুন ও কবুতর উড়িয়ে মহাসমাবেশের উদ্বোধন করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আওয়ামী লীগ ও যুবলীগের শীর্ষ নেতারা জানান, এই মহাসমাবেশে ১০ লাখেরও বেশি লোক সমবেত হয়েছে। অনুষ্ঠান সফল করতে গত এক সপ্তাহ ধরে সব প্রস্তুতি নেওয়া হয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।