আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেছে টাঙ্গাইল জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ।
জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মাতিনুজ্জামান খান সুখনের নেতৃত্বে বুধবার (২৭ জুলাই) সকালে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করেন নেতাকর্মীরা। এরপর র্যালী ও গাছের চারা বিতরণ করা হয় ।
এসময় উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক মাতিনুজ্জামান খান সুখন, সহ-সভাপতি ফজলুল হক বাপ্পা, সহ-সভাপতি বিপ্লব খান, মির্জা আসিফ মাসুদ, যুগ্ম-সাধারন সম্পাদক সাইফুল ইসলাম সরকার, স্বপ্ন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক তারিফ আহমেদ সোহাগ, সুমন খান,প্রচার সম্পাদক আলহাজ্ব আসাদুজ্জামান সোয়েব, কৃষি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার কামাল আহমেদ, সহপ্রচার সম্পাদক শেখ মফিজুর রহমান, সহ-মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম প্রমুখ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।