আসন্ন ৫ জানুয়ারি বাগমারা ১৬ টি ইউনিয়নে নিবার্চন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাজশাহীর বাগমারায় ১৩ নং গোয়ালকান্দি ইউপি বাংলাদেশ আওয়ামীলীগের শাখার উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
২৯ ডিসেম্বর বিকাল তিন ঘটিকায় রামরামা বটতলা বাংলাদেশ আওয়ামীলীগ গোয়ালকান্দি ইউপি শাখার সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়,যুবলীগ নেতা সোহেল রানার সঞ্চালনায়।
উল্লেখ যে, গত ২৮ তারিখ বাগমারা উপজেলা প্রশাসনের উদ্যোগে গোবিন্দপাড়া, নরদাশ ইউপিতে কয়েকটি নিবার্চনী অফিস ভাংচুর করা হয়। এই ধারাবাহিকতা বাগমারা উপজেলা আওয়ামীলীগের বাগমারা শাখার উদ্যোগে বিভিন্ন স্থানে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
এই সময় গোয়ালকান্দি আওয়ামীলীগের নেতারা উপস্থিত ছিলেন, গোয়ালকান্দি ইউপি আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আলমগীর সরকার, সভাপতি জাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক বকুল আলী খরাদী,সহ সভাপতি আব্দুর রাজ্জাক ,সাংগঠনিক সম্পাদক রেজাউল হক রাজু সহ ইউনিয়ন আওয়ামীলীগের সকল সদস্যবৃন্দ।
এই সময় বক্ততা বলেন, উপজেলা নির্বাহী অফিসার ইউএনও ফারুক সুফিয়ান বদলী চাই এবং অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন আশা করছেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।