বাংলাদেশ ছাত্রলীগ ঠাকুরগাঁও জেলা শাখার এক নির্বাহী সিদ্ধান্ত ও জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ আজহারুল ইসলাম ও সাধারণ সম্পাদক হিমুন সরকারের নির্দেশনায় জানানো হয়েছে ঠাকুরগাঁও সদর উপজেলার অন্তর্গত সকল ইউনিয়ন ইউনিট, বেসরকারী কলেজ, মূলধারার মাদ্রাসা ইউনিট এর সাংগঠনিক কার্যক্রম বেগবান ও শক্তিশালী করার লক্ষ্যে উক্ত ইউনিটসমূহে নতুন করে কমিটি গঠন করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

এবং সেই অনুযায়ী ঠাকুরগাঁও সদর উপজেলার অন্তর্গত সকল ইউনিয়ন, কলেজ কমিটি তে নেতৃত্ব দিতে আগ্রহী ছাত্রলীগ নেতা-কর্মীদের আগামী ১৯ মে ২০২২ ইং তারিখের মধ্যে পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত জমা দেয়ার জন্যে বলা হয়েছে।

একই সিদ্ধান্তে জানানো হয়েছে ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগের কার্যক্রম আরো বেগবান করার লক্ষে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক আদেশে ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি গঠন করারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাই পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য আগামী ২২মে ২০২২ইং পর্যন্ত সিভি আহ্বান করেছে ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগ।

এ ক্ষেত্রে বিশেষ নির্দেশনা হিসেবে বর্তমানে সিভি দাতা কোন কমিটিতে রয়েছেন, পদে রয়েছেন বা ছিলেন, পারিবারিক রাজনৈতিক অবস্থান, আত্মীয়-স্বজনের রাজনৈতিক অবস্থান, ক্রীড়া, সংস্কৃতি, বিতর্ক প্রতিযোগিতা সহ সামাজিক কর্মকাণ্ডের উল্লেখযোগ্য কিছু থাকলে বিশেষ করে কোভিড-১৯ চলাকালে নিজের উদ্যোগে, সংগঠনের তরফে বা স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠনের তরফে উল্লেখযোগ্য অবদান রেখেছেন কিনা, সর্বশেষ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থীর স্বপক্ষে বিস্তারিত ভূমিকা – সেটাও জীবনবৃত্তান্তে উল্লেখ করতে বলা হয়েছে।

এ নির্দেশনা প্রকাশিত হবার পর হতে ঠাকুরগাঁও সদর উপজেলার অন্তর্গত সকল ইউনিয়ন ইউনিট, বেসরকারী কলেজ, মূলধারার মাদ্রাসা ইউনিট এর জন্য ১৯ মে ২০২২ইং পর্যন্ত প্রতিদিন বিকেল ৫টা থেকে রাত ৮টা এবং পূর্ণাঙ্গ কমিটির জন্য ২২ মে ২০২২ইং পর্যন্ত প্রতিদিন বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত বঙ্গবন্ধু সড়কে অবস্থিত জেলা আওয়ামী লীগের কার্যালয়ে (৩য় তলা) জীবনবৃত্তান্ত জমা নেয়া হবে বলে জানা গেছে।

যা যা জমা দিতে হবে তা হলো-

১. সত্যায়িত জীবন বৃত্তান্ত (২কপি)।
২. সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রত্যয়ন পত্র।
৩. এস.এস.সি -র মুল সার্টিফিকেটের ফটোকপি।
৪. সাম্প্রতিক তোলা ২ কপি পার্সপোর্ট সাইজের ছবি।

আরো বলা হয়েছে কেও জীবন বৃত্তান্ত পূরণ করতে প্রয়োজনে অতিরিক্ত কাগজ ব্যাবহার করতে পারবেন।

এ বিষয়ে যোগাযোগ করা হলে ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগের সভাপতি আজহারুল ইসলাম বলেন-” আগামী জাতীয় নির্বাচন সহ বিভিন্ন নির্বাচনকে সামনে রেখে ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগের সাংগঠনিক শক্তি বৃদ্ধি ও জেলা ছাত্রলীগের কার্যক্রম আরো বিস্তৃত করার লক্ষে এবং ঠাকুরগাঁও সদর উপজেলার অন্তর্গত সকল ইউনিয়ন ইউনিট, বেসরকারী কলেজ, মূলধারার মাদ্রাসা ইউনিট এর সাংগঠনিক কার্যক্রম বেগবান ও শক্তিশালী করার উদ্দেশ্যে উক্ত ইউনিটসমূহে নতুন করে কমিটি গঠন করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এবং সেই সাথে সদর উপজেলার অন্তর্গত সকল ইউনিয়ন, কলেজ কমিটি তে নেতৃত্ব দিতে আগ্রহী ছাত্রলীগ নেতা-কর্মীদের আগামী ১৯ মে তারিখের মধ্যে পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত জমা দেয়ার জন্যে বলা হয়েছে।

সেই সাথে পূর্ণাঙ্গ কমিটির জন্য আগামী ২২মে তারিখের মধ্যে জীবন বৃত্তান্ত আহ্বান করা হয়েছে। এসব কমিটি শীঘ্রই গঠন করার মাধ্যমে আগামী জাতীয় নির্বাচনসহ যে কোনো নির্বাচন এবং কর্মসূচীর জন্য ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগকে প্রস্তুত করা হবে এবং আমরা বিশ্বাস করি এর মাধ্যমে আমরা ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগকে কেন্দ্রীয় ছাত্রলীগের একটি মডেল ইউনিট হিসেবে গড়ে তুলতে পারবো।”