আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বিএনপি আইন মানে না, সংসদ মানে না। তারা ক্ষমতায় গেলে দেশ বিরানভূমি হয়ে যাবে। তাদের কোনো কথায় আপনারা কান দেবেন না। তারা পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে চায়।

শনিবার (১২ মার্চ) দুপুরে আখাউড়া উপজেলা পরিষদ মাঠে উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপিকে উদ্দেশ্য করে আইনমন্ত্রী বলেন, খুনি জিয়াউর রহমান যাদেরকে পুনর্বাসন করতে চেয়েছিলেন সেই পরাজিত শক্তি চেয়েছিল বাংলাদেশকে একটা ভিক্ষুক রাষ্ট্রে পরিণত করতে। এ পরাজিত শক্তি চেয়েছিল বাংলাদেশকে সারা বিশ্বের কাছে একটা ব্যর্থ রাষ্ট্র হিসেবে পরিচিতি করতে।

মন্ত্রী আরো বলেন, তারা যেহেতু জানে, তাদেরকে বাংলাদেশের জনগণ কোনোদিন ভোট দিয়ে ক্ষমতায় আনবে না; সেজন্য তারা পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসার জন্য ষড়যন্ত্র করছে। বিদেশে চিঠি লিখে তাদের মুরব্বিদের কাছে, ‘এই সরকার (আওয়ামী লীগ) আপনাদের স্বার্থ রক্ষা করবে না। সেজন্য এই সরকারকে উৎখাত করতে হবে’।

সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল-মামুন সরকার।

উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক জয়নাল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাহবুবুল আলম খোকন, আখাউড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ও উপজেলা চেয়ারম্যান আবুল কাসেম ভূঁইয়া, কসবা উপজেলা পরিষদের চেয়ারম্যান রাশেদুল কাউছার ভূঁইয়া জীবন, সম্মেলন প্রস্তুতি কমিটির চেয়ারম্যান ও আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল প্রমুখ।