নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ– বগুড়ার নন্দীগ্রামে ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু রায়হানের উপর হামলার প্রতিবাদে ও দোষীদের দ্রুত গ্রেফতারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন নন্দীগ্রাম উপজেলা ছাত্রলীগ।
রবিবার (৪ সেপ্টেম্বর) দুপুর ১২টায় উপজেলা ছাত্রলীগের বিক্ষোভ মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
মিছিল শেষে সমাবেশে উপজেলা ছাত্রলীগের সভাপতি তুহিন আহমেদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শুভ আহমেদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন রানা (এলএলবি)। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, আওয়ামীলীগ নেতা রফিকুল ইসলাম, শফি উদ্দিন শফি, স্বপন চন্দ্র, শরিফুল হক, মোখলেছুর রহমান, গোলাম মোস্তফা গামা, শামীম শেখ, এফ ফারুক কামাল, আব্দুর রাজ্জাক, সানোয়ার হোসেন, শাহিরুল ইসলাম, উপজেলা কৃষকলীগের সভাপতি শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক সাঈদ রায়হান মানিক, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবু সাঈদ, সাধারণ সম্পাদক কামরুল হাসান সবুজ, যুবলীগের যুগ্ম-সম্পাদক আমিনুল ইসলাম বেনজির, শ্রমিকলীগের সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক আরাফাত হোসেন, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি আল নোমান নাদিম, জয়দেব চন্দ্র, যুগ্ম-সম্পাদক ফজলে রাব্বী রিফাত, আবু তৌহিদ রাজিব, পৌর ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক আল জাহিদ, ছাত্রলীগ নেতা সজীব আহসান, মিঠুন হোসেন প্রমুখ।
উল্লেখ্য, গত ৩১শে আগস্ট উপজেলা শ্রমিক লীগের আয়োজনে শোকাবহ আগস্ট এর শোক সমাবেশে যোগ দিতে মোটরসাইকেল মিছিল পৌর মাঝগ্রাম এলাকায় আসলে বিএনপি নেতা কর্মীর ধারালো অস্ত্রের কোপে আহত হন ১নং বুড়ইল ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু রায়হান।
হামলার ঘটনায় উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শুভ আহমেদ বাদী হয়ে উপজেলা বিএনপি’র সভাপতি আলাউদ্দিন ও সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর সহ ২৬ জনের নাম উল্লেখ করে এবং ১৫ জনকে অজ্ঞাতনামা আসামী করে মামলা করেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।