বর্ষবরণ ও বৈশাখী মেলা উপলক্ষে যশোর-৬ কেশবপুর সংসদীয় আসনের সংসদ সদস্য ও যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার কেশবপুরের সর্বসাধারণকে পান্তা-ইলিশ খাইয়েছেন। মঙ্গলবার সকালে সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ে প্রায় ৩ হাজার মানুষকে পান্তা-ইলিশ খাওয়ানো হয়।

বাঙ্গালি জাতির জীবনে হাজারও সুর আর ছন্দে, কবিতা ও আনন্দের উচ্ছ্বাসে বছর ঘুরে আসে পহেলা বৈশাখ। প্রতি বছর নববর্ষ ঘিরে অতীতের ভুলত্রুটি ও ব্যর্থতার গ্লানি ভুলে নতুন আবির্ভাবে সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনায় দিনটি নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপন করা হয়ে থাকে।

বিশেষ করে পহেলা বৈশাখের দিনে গ্রামীণ বাঙালি জনগোষ্টির মাঝে খাবারের তালিকায় একটি জনপ্রিয় নাম পান্তা-ইলিশ। সেই ধারাবাহিকতা অব্যাহত রাখতে পহেলা বৈশাখের দিনে পবিত্র মাহে রমজান থাকায় ঈদ-উল-ফিতরের পরে কেশবপুরের সর্বসাধারণকে পান্তা-ইলিশ খাওয়ানোর ঘোষণা প্রদান করেন এমপি শাহীন চাকলাদার।

তারই ঘোষণা অনুযায়ী মঙ্গলবার সকালে সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ে সর্বস্তরের প্রায় ৩ হাজার মানুষকে পান্তা-ইলিশ খাওয়ানো হয়।

বর্ষবরণ ও বৈশাখী মেলাকে ঘিরে কেশবপুরের এমপি শাহীন চাকলাদার এর এমন মহতি উদ্যোগকে ধন্যবাদ ও সাধুবাদ জানিয়েছেন বিভিন্ন স্তরের জনগণ।

পান্তা-ইলিশ খাওয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ আরিফুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমিন, সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা, যশোর জেলা আওয়ামী লীগের সদস্য ও কেশবপুর পৌর সভার মেয়র রফিকুল ইসলাম, যশোর জেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক চেয়ারম্যান মশিয়ার রহমান সাগর, যশোর শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদ হাসান বিপু, যশোর জেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক জোৎস্না আরা মিলি, কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বাবু তপন কুমার ঘোষ মন্টু, দপ্তর সম্পাদক মফিজুর রহমান মফিজ, আইন বিষয়ক সম্পাদক হোসাইন মোহাম্মদ ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পলাশ কুমার মল্লিক, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক, উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক বিশ্বাস শহিদুজ্জামান শহিদ, যুগ্ন-আহবাহক আবু সাঈদ লাভলু, উপজেলা মহিলা লীগের সভাপতি রাবেয়া ইকবাল, উপজেলা কৃষক লীগের সভাপতি আলহাজ্ব সৈয়দ নাহিদ হাসান, পাঁজিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিন, হাসানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৌহিদুজ্জামান তৌহিদ, মঙ্গলকোট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের বিশ্বাস, সুফলাকাটি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া মনি সহ উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা লীগ, সেচ্ছাসেবক লীগ, কৃষকলীগের নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ।