বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক মহিলা সম্পাদিকা, মহিলা আওয়ামী লীগের সাবেক সভানেত্রী আইভি রহমানের মৃত্যু বার্ষিকী উপলক্ষে আজ ২৪ আগস্ট বুধবার জেলার দলীয় কার্যালয়ে বিকাল ০৫ টায় স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

উক্ত স্মরণসভায় সভাপতিত্ব করেন খুলনা জেলা আওয়ামী লীগের সভাপতি, জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ হারুনুর রশীদ।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত অধিকারি স্মরণসভা পরিচালনা করেন।

সভাপতি তাঁর বক্তব্যে বলেন, সেদিন গ্রেনেড হামলায় মারাত্মক আহত আইভী রহমানকে হাসপাতালে চিকিৎসা নিতে বাঁধা ও চিকিৎসা বিলম্ব করা এবং পুলিশী বাধা প্রমান করেছিলো তৎকালীন বিএনপি সরকার কতটা নির্মম নিষ্ঠুর আচরণ করেছে।

অসংখ্য নেতাকর্মী গ্রেনেডের ¯িøন্টারে ক্ষতবিক্ষত রক্তাক্ত হয়ে পড়ে থাকে। অনেকে চিরতরে পঙ্গু হয়ে যায়। মানবঢাল তৈরী করে দেশরতœ শেখ হাসিনাকে সেদিন নিশ্চিত মৃত্যুর হাত থেকে রক্ষা করে নেতাকর্মীরা।

গুরুতর আহত হয়ে সম্মিলিত সামরিক হাসপাতালে তিন দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ার পর ২৪ আগস্ট শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আইভি রহমান।

তিনি আরো বলেন, রাজনৈতিক প্রতিপক্ষকে রাজনৈতিকভাবে মোকাবিলা না করে গ্রেনেড হামলা চালিয়ে রাষ্ট্রীয় যন্ত্র ব্যবহার করে বিএনপি বিরোধী দলের নেতাদের নিশ্চিহ্ন করে দেওয়ার যে কাজটি করেছিলো, এতে তাদের রাজনীতি করার নৈতিক অধিকার হারিয়েছে বলে মরে করি।

সাধারন সম্পাদক তার বক্তব্যে বলেন, ২০০৪ সালের ২১ আগস্ট বিএনপি জামাত জোটের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় প্রধানমন্ত্রী তৎকালীন বিরোধী দলীয় নেত্রী দেশরতœ জননেত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে সন্ত্রাসবিরোধী জনসভায় বর্বরোচিত ভয়াবহ গ্রেনেড হামলা চালিয়ে ২৪জন নেতাকর্মীকে নির্মমভাবে হত্যা করে তৎকালীন প্রধানমন্ত্রীর পুত্র তারেক জিয়া গং!

স্মরণসভায় আলোচনায় অংশ নেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কাজী বাদশা মিয়া, এ এফ এম মাকসুদুর রহমান, এ্যাড. রবীন্দ্রনাথ মন্ডল, বি এম এ ছালাম, রফিকুর রহমান রিপন, যুগ্ম সাধারন সম্পাদক মোঃ কামরুজ্জামান জামাল, সাংগঠনিক সম্পাদক সরদার আবু সালেহ, প্রেম কুমার মন্ডল, প্রচার ও প্রকাশনা সম্পাদক জোবায়ের আহম্মেদ খান জবা, দপ্তর সম্পাদক এমএ রিয়াজ কচি, শ্রম সম্পাদক মোজাফফর মোল্যা, সাংস্কৃতিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোখলেসুর রহমান বাবলু, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক অধ্যাপক ডাঃ মো. শেখ শহীদ উল্লাহ্, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক খায়রুল আলম, অসিত বরণ বিশ্বাস, অধ্যক্ষ ফ ম ছালাম, জাহাঙ্গীর হোসেন মুকুল, শাহিনা আক্তার লিপি, মোঃ আজগর বিশ্বাস তারা, মোঃ জামিল খান, সরদার আবুল কাসেম ডাবলু, মোঃ মানিকুজ্জামান অশোক, শেখ মোঃ আবু হানিফ, আজাদুর রহমান হিরক, সরদার জাকির হোসেন, অজিত বিশ্বাস, জলিল তালুকদার, মাহফুজুর রহমান সোহাগ, মোঃ পারভেজ হাওলাদার, মোঃ ইমরান হোসেন, রেহেনা আফরোজা শোভা, মোঃ সোহেল খান, শিউলি বিশ্বাস, ইঞ্জিঃ মোঃ বরকত, জুলফিকার আলী, জেসমিন আক্তার, হাসনা হেনা, শিলা রানি, সোনিয়া খাতুন, শিউলি বিশ্বাস, খায়রুজ্জামান লেলিন, মনোয়ারা শিউলি, নিভা বিশ্বাস, দ্বিপ পান্ডে,মারুফ হোসাইন, আতিকুজ্জামান তানভীর, আল মাহমুদ প্রিন্স, চিশতি নাজমুল, বাধন হালদার, শেখ রাসেল, পলাশ রায়, খায়রুল বাশার, সাইফ, দাউদ রনি, মঈন, বিশ্বজিৎ, আরিফ, শেখ পিয়া, শেখ রিয়া প্রমুখ।