চীনে করোনাভাইরাস সংক্রমণ বেড়ে যাওয়ার জেরে বেইজিং ম্যারাথন স্থগিত করা হয়েছে। পরবর্তী নোটিশ না দেওয়া পর্যন্ত এটি স্থগিত থাকবে বলে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
চীনের শীর্ষ একজন স্বাস্থ্য কর্মকর্তা সতর্ক করে দিয়ে বলেছেন, সে দেশে করোনাভাইরাস সংক্রমণ আবারো বেড়ে যেতে পারে। তার সেই সতর্কতার পর বেইজিং ম্যারাথন স্থগিত করা হলো। চীনের ১১ প্রদেশে ১৩৩ জন করোনায় আক্রান্ত হয়েছে। তাদের সবাই ডেল্টা ভেরিয়ান্টে আক্রান্ত হয়েছেন।
উচ্চ মাত্রার সংক্রমণের এই ধরনটির ভয়ে কড়া পদক্ষেপে গেছে চীন। এতে করে ভাইরাসের প্রতি চীনের জিরো-টলারেন্স পদ্ধতির বজায় রাখার ক্ষমতা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে ২০২২ সালের শীতকালীন অলিম্পিক পর্যন্ত পরিস্থিতি কতটা নিয়ন্ত্রণে থাকে, তা নিয়েও সংশয় তৈরি হয়েছে।
সূত্র: বিবিসি।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।