মণিরামপুর প্রতিনিধিঃ দেশব্যাপী অরাজকতা নৈরাজ্য ও ষড়যন্ত্রে লিপ্ত বিএনপি’র বর্ণচোরা রাজনীতির মুখোশ এখন উন্মোচিত হয়েছে মণিরামপুরে। দেশের মানুষ যেমন তাদের কাজে আস্থা হারিয়ে ফেলেছে ঠিক তেমনি মণিরামপুরে বিএনপির প্রতি সাধারণ মানুষের আস্থা দিন দিন হারিয়ে যাচ্ছে।

ষড়যন্ত্রের ধারাবাহিকতা স্বরূপ মনিরামপুর পৌরসভার বিজয়রামপুর বাধাঘাট এলাকার স্থানীয় বিএনপি’র পৃষ্ঠপোষক সালাম বাহিনী হঠাৎই যুবলীগ ছাত্রলীগের বিরুদ্ধে বিভিন্ন হয়রানিমূলক মিথ্যা বানোয়াট ভিত্তিহীন অপপ্রচার এবং অর্থ দিয়ে বিভিন্ন পত্রপত্রিকায় সম্পূর্ণ বানোয়াট খবর প্রচার করে এলাকায় অস্থিরতা সৃষ্টি করছে।

এ ব্যাপারে পৌর যুবলীগের সভাপতি এস এম লুৎফর রহমান ও সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি বলেন, সম্পূর্ণ মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন অপপ্রচার করে আমাদের এক নিষ্ঠ মুজিব সৈনিক পৌর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল হোসেনের নামে যে অপপ্রচার চালানো হচ্ছে তা সম্পূর্ণ ভিত্তিহীন।

যুবলীগকর্মীদের এভাবে হয়রানি করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

এ ঘটনায় পৌর ছাত্রলীগের সভাপতি মোঃ হুমায়ুন কবির বলেন, বিএনপিপন্থী সালাম কতৃক আমাকে জড়িয়ে স্থানীয় ছাত্রলীগের ভাবমূর্তি নষ্ট করার জন্য
মিথ্যা বানোয়াট ও হয়রানিমূলক বিভিন্ন পত্র পত্রিকায় অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

ঘটনার ধারাবাহিকতায় হঠাৎই গত ২৪ এপ্রিল সন্ধ্যা আনুমানিক সাড়ে ৬টার দিকে পৌর যুবলীগের সদস্য মনিরুল ইসলাম(৪২),পিতা- শাহাজাহান পাটয়ারী বাইসাইকেল যোগে বাধাঘাট অটো রাইস মিলের সামনে পৌঁছলে আগে থেকে ওৎ পেতে থাকা স্থানীয় বিএনপি’র পৃষ্ঠপোষক ও বিএনপি’র অর্থ যোগান কারী সালাম হোসেন ও তার ক্যাডার বাহিনী তাকে এলোপাতাড়ি ভাবে মারপিট করে এবং তার বুক পকেটে থাকা ৫০ হাজার টাকা ও বাইসাইকেল ছিনিয়ে নেয়। ঘটনার সময় জীবন বাঁচানোর তাগিদে মনিরুল চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসে।

এসময় উপস্থিতি স্থানীয়দের সামনেই বিএনপির সন্ত্রাসবাদী সালাম হোসেন, ইসলাম, জয়নাল, রকি, রনি সহ চিহ্নিত ডাকাতববাহিনী বিভিন্ন ধরনের ভয়-ভীতি ও খুন-জখমের হুমকি প্রদর্শন করিয়া ঘটনাস্থল ত্যাগ করে।
এরপরেও থেমে থাকেনি তাদের অপরাধ। মনিরুলকে মারপিটের ঘন্টা দুয়েক পর তার পিতা শাহাজাহান পাটয়ারী(৭৫)কে রাস্তায় পেয়ে আবারও মারধর করে সালাম বাহিনী।

যুবলীগের একনিষ্ঠ কর্মী মনিরুল ও তার পরিবার বাড়ি থেকে বের হতে অসহায়ত্ব বোধ করছে।

ঘটনার সাক্ষী রনি ও শাহজাহান বলেন, ফুটপাতের ব্যবসায়ী সামাল বিএনপি আমলে কালোটাকার পাহাড় গড়ে হঠাৎই কোটিপতি,প্রশাসনকে ম্যানেজ করতে এককোটি টাকা লাগলেও পিছু পা হবোনা এমন কথা বলে বেড়াচ্ছে সালাম বাহিনী। আমরা এই বিএনপি সন্ত্রাসবাদীদের উপযুক্ত শাস্তি ও আইনানুগ ব্যবস্থার দাবী করছি। এ ঘঠনায় আঘাত প্রাপ্ত মনিরুল ইসলাম মনিরামপুর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।

মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূর-ই- আলম সিদ্দিকীর কাছে ঘটনার বিষয়ে জানতে চাইলে তিনি উপজেলা প্রেসক্লাব মনিরামপুর কে বলেন উক্ত ঘটনার সুষ্ঠু তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।