বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ২০০৫ সালের ১৭ আগস্ট তৎকালীন জঙ্গিবাদী বিএনপি-জামাত জোট সরকারের প্রত্যক্ষ মদদে সংঘটিত দেশব্যাপী সিরিজ বোমা হামলার প্রতিবাদে ফরিদপুরের বোয়ালমারীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেল ৪টার দিকে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শাহজাহান মীরদাহ পিকুলের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি দলীয় কার্যালয় হতে বের হয়ে পৌর শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে আবারও নিজ কার্যালয়ে এসে শেষ করেন।
উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবকলী, যুবলীগ, ছাত্রলীগের নেতা-কর্মী বিক্ষোভ মিছিলে অংশ নেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ রাসেল রেজা, কাউন্সিলর আব্দুল মান্নান মোল্যা, ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম সাধারন সম্পাদক খন্দকার ওমর হাফিজ মুক্ত, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি কামরুল সিকদার, সাধারন সম্পাদক এসএম বাকের ইদ্রিস, কাউন্সিলর রাজিবুর রহমান বিপ্লব, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রাহাদুল আখতার তপন, জেলা ছাত্রলীগের সহসভাপতি আশিকুর রহমান, উপজেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ মর্তুজা আলী তমাল, ম্বেচ্ছাসেবকলীগের প্রচার সম্পাদক আনিচুর রহমান প্রমুখ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।