জাসদ সভাপতি ও সংসদ সদস্য হাসানুল হক ইনু বলেছেন, ‘বৈশ্বিক অর্থনৈতিক সঙ্কট কিংবা নিত্যপণ্যের দাম এসবের দিকে বিএনপির নজর নেই। কে রাষ্ট্রপ্রতি হলো তা নিয়েও তাদের মাথাব্যাথা নেই। তাদের একটিই লক্ষ্য যেনতেনভাবে ক্ষমতায় আসা। এই সঙ্কটের মধ্যেও তারা সরকার পতন করে অস্বাভাবিক ভূতের সরকার গঠনের পায়তারা করে দেশকে সংঘাত-সংঘর্ষের দিকে ঠেলে দিচ্ছে।’
মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা পরিষদ চত্বরে কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন। নতুন রাষ্ট্রপতি সম্পর্কে ইনু বলেন, ‘তার (মো. সাহাবুদ্দিন) বিচারিক, প্রশাসনিক দক্ষতা আছে। রাজনৈতিক স্বচ্ছতা আছে। ১৯৭১ এর চেতনার প্রতি অবিচল আস্থা আছে। দেশের সংবিধানকে সমুন্নত রেখে নিজের দায়িত্ব সঠিকভাবে পালন করার সক্ষমতা আছে তার।’
কুষ্টিয়া ও যশোর অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি প্রযুক্তি মেলার স্টল ঘুরে দেখেন ইনু।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।